চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে শুরু হলো আন্ত:স্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

স্টুডিওর বাইরে সরাসরি দর্শক উপস্থিতিতে গতকাল সোমবার থেকে চট্টগ্রামেই শুরু হয়েছে আন্ত: স্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০১৯। ৫০ পর্বে ধারণকৃত এ প্রতিযোগিতাটি অক্টোবর থেকে প্রচারিত হবে বিটিভি চট্টগ্রামকেন্দ্রে।

সারাদেশ থেকে ৪৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তার মধ্যে চট্টগ্রামের ১৮টি দল আছে। বাকিগুলো দেশের অনান্য অঞ্চলের। টিআইসিতে প্রথম দিনে ৪টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়নই বাংলাদেশের বেশি প্রয়োজন এই বিষয় নিয়ে দিনের প্রথম বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রামের সিলভার বেলস গার্লস হাই স্কুল ও সিরাজগঞ্জের বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। দিনের ২য় বিতর্কটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রামের গভ. মুসলিম হাই স্কুল এর মধ্যে। এই প্রতিযোগিতার বিষয় ছিলো : দুর্নীতি দমনে মানসিকতার পরিবর্তনই যথেষ্ট। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, শিক্ষা স্ট্যান্ডি কমিটিচেয়ারম্যান ,নাজমুল হক ডিউক। প্রাক্তন বিতার্কিক ও ব্যাংকার সাইফ চৌধুরীর সভাপতিত্বে আগামী দিনের সংকট হবে পরিবেশের, ক্ষুধার নয় এই বিষয় নিয়ে ৩য় বিতর্কে অংশগ্রহণ করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ও হাটহাজারী উপজেলার ড. শহীদুল্লাহ একাডেমী। দিনের সর্বশেষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর মধ্যে। স¤পদের অভাব নয়, অতিরিক্ত জনসংখ্যাই বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় সমস্যা এই বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট