চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

যুবলীগ নেতা টিনু অস্ত্রসহ গ্রেপ্তার

চকবাজারের বাসায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রাত ১০ টার দিকে তাকে নগরীর শুলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়েই র‌্যাব তার চকবাজারের বাসায় যায়। এ সময় র‌্যাব যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর চকবাজারের বাসা ঘিরে ফেলে। অভিযান পরিচালনাকালে ওই বাড়ির আশপাশে কাউকে যেতে দেয়নি র‌্যাব সদস্যরা।
অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব কর্মকর্তা মেজর মেহেদী হাসান রাত পৌনে ১ টায় এ খবর নিশ্চিত করে বলেন, অভিযান এখনও চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিনুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। অভিযান শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

প্রসঙ্গতঃ নুর মোস্তফা টিনু চকবাজার এলাকা ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সি-টেম্পো স্ট্যান্ড থেকেও চাঁদাবাজি করেন, এমন অভিযোগ রয়েছে। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর মোস্তফা টিনু হচ্ছে দ্বিতীয়। টিনুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জমি দখল, ছিনতাই ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া চকবাজারকেন্দ্রিক কয়েকটি জুয়ার আসরও তার নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট