চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনায় এমপি বাদল

বৌদ্ধরা বাঙালি সভ্যতার আড়ত

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবস ঘোষণার দাবিতে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছিলেন, ‘আমার কাছে একজন কনস্টেবলের চাকরির জন্য এসেছিলেন। আমি তাকে বললাম, এ চাকরি করে কয় টাকা বেতন পাবা? তার উত্তর ছিল, বেতন লাগবে না। কেবল পোশাক থাকলেই চলবে। তাই সরকারকে বলব, পুলিশের বেতন বন্ধ করুন। পোশাকই তাদের জন্য যথেষ্ট’। এ বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রচার হলে পুলিশ প্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়। এ বাস্তবতায় গতকাল (শুক্রবার) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মুখ মাঠে আয়োজিত বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা আমার কথাগুলো সঠিকভাবে লিখবেন আশাকরি। আমি ১৩ তারিখ ঢাকা প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতির অনুষ্ঠানে বলেছিলাম, ‘সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, আপনারা পুলিশকে নিয়ে কেন গালি দিচ্ছেন? সারাদেশে দুর্নীতি হলে পুলিশ কি করবে? একজন আমাকে বলেছিল, পুলিশের বেতনের দরকার নেই, পোশাকটা দিলে হবে। এখন এ কথাকে উল্টোভাবে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে আমি নাকি পুলিশকে গালি দিয়েছি। আমি প্রশংসা করলাম, হলো বাঁকা। আমি বরং বললাম, আমার মতো এমপিরাও উল্টো রাস্তা দিয়ে যায়। পুুলিশকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করিনি। এসময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বৌদ্ধরা বাঙালি সভ্যতার আড়ত। এদেশে ইসলাম ধর্ম প্রচারের আগে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে। আজকের চর্যাপদ বৌদ্ধদেরই লেখা। আপনাদের ইতিহাস সভ্যতা সংস্কৃতি নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে।

পরিষদের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়–য়ার সভাপতিত্বে ও সাংবাদিক ডা. অধীর বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্টু কান্তি বড়–য়া, উদ্বোধক ছিলেন ব্যবসায়ী পান্না লাল বড়–য়া। বক্তব্য রাখেন শাসনপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ শুভানন্দ স্থবির, প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া, মিলন বড়–য়া বিএসসি, মনির উদ্দিন আহমদ খান. সাংবাদিক দেবাশীষ বড়–য়া রাজু।
সংবর্ধিত অতিথি ছিলেন অঞ্চল কুমার তালুকদার, পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট