চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল খেলাঘর সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রামের উদ্যোগে নবগঠিত খেলাঘর সাংস্কৃতিক একাডেমির সভা গত ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরুতে আগামী ৬ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় প্রেসক্লাব ভবনস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিতব্য একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা উপস্থাপন করেন একাডেমির পরিচালক রথীন সেন।

আলোচনায় অংশগ্রহণ করেন অমল নাথ দেলোয়ার মজুমদার, খোরশেদ আলম, প্রকৌশলী প্রকাশ ঘোষ, প্রদীপ ভট্টাচার্য, দেবাশীষ রায়, বিপ্লব বসু, শোভন সেনগুপ্ত, পার্থ প্রতীম নাহা, পৃত্থিশ বড়ুয়া প্রমুখ। সভায় আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় প্রেসক্লাব ভবনস্থ বঙ্গবন্ধু হলে খেলাঘর সাংস্কৃতিক একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সফল করার আহবান জানানো হয়। একাডেমির উদ্বোধনী পর্বে সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম মুখ্য আলোচক, চট্টগ্রাম টেলিভিশনের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য এবং খেলাঘর – এর প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার বিষয়টি চূড়ান্ত করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট