চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর ধরা

অনলাইন ডেস্ক

৮ জুন, ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশী থানার ডাকাতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তার শামীম খুলশী থানার ডিজেল কলোনির মাঠ এলাকার আজিম সরকারের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ২০০৬ সালের জানুয়ারিতে খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির ঘটনায় মামলায় হয়। সেই মামলায় চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. কামাল হোসেন সিকদার চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আসামি শামীম প্রকাশ বিহারী শামীমসহ তার সহযোগীদের দোষী সাব্যস্থ করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আদালত পলাতক আসামিদের বিরুদ্ধেও সাজা পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তার পর শামীমকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট