চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘পদযাত্রা’ ঘিরে বিএনপির প্রস্তুতি

মোহাম্মদ আলী

২ মার্চ, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

দীর্ঘদিন পর নগরীর ১৫ থানায় একযোগে কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৪ মার্চ বিকেল ৩টায় এ কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হবে। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে দলটি ওইদিন ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করবে।  থানাগুলো হচ্ছে, কোতোয়ালী, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ, আকবর শাহ, খুলশী, বাকলিয়া, চকবাজার, সদরঘাট, পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও পতেঙ্গা। কর্মসূচি সফল করতে দলটি ব্যাপক প্রস্তুতি সভা চালিয়ে যাচ্ছে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। ২০২২ সালের ১২ অক্টোবর নগরীর পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশের আগে নগরীর সব থানায় প্রস্তুতি নিয়েছিল দলটি। এরপরই এবার নগরীর ১৫ থানায় একযোগে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির জন্য নগর পুলিশের কাছে অনুমতি চেয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। চলছে একইসাথে প্রস্তুতিও। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর দৈনিক পূর্বকোণকে বলেন, ‘নগরীর ১৫ থানায় একযোগে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

 

এ প্রসঙ্গে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘১৫ থানায় একযোগে ‘পদযাত্রা’ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও নগর বিএনপির নেতারাও স্ব-স্ব থানায় অংশগ্রহণ করবেন।’

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট