চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

লোহাগাড়া সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিনিট্রাক চালক মোহাম্মদ মাহাবুব (৩৮) ও হেলপার মোহাম্মদ মিজান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে মিঠার দোকান এলাকার আরকান সড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজার অভিমুখী মালামালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিট্রাক চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ট্রাকচালক মাহাবুবের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে চুনতি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুবেল পূর্বকোণকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আহতদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

পূর্বকোণ/মনির/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট