৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজিত ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠানে দেশের তরুণদের ফিনটেক বা ফিন্যানশিয়াল টেকনোলজি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন নগদের চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান।
তিনি বলেছেন, উন্নত বিশ্বে ব্যাংকখাতে গ্রাহকসেবার মান বাড়াতে এখন নিত্যনতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ফিন্যানশিয়াল টেকনোলজি আগামী দিনে ব্যাংকিং সেক্টরে নতুন সব ধারণা তৈরি করবে। তাই তরুণদের এই বিষয়ে এখনই অভিজ্ঞ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন শেখ আমিনুর রহমান।
সম্প্রতি সিআইইউ বিজনেস স্কুল নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘ফিনটেক-দ্য ফিউচার মানি সিস্টেম অ্যান্ড আনলকিং দ্য ডোর অব ফিনটেক ক্যারিয়ারস’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, নগদের চিটাগং কর্পোরেট প্রধান রাজীব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও নগদের সেলস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মামুন/পারভেজ