চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শনিবার চট্টগ্রামের যেসব স্থানে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৮ জানুয়ারি ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বাকলিয়া, বাড়বকুণ্ড, কালুরঘাট, সন্দ্বীপ, মাদারবাড়ি ও রামপুরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৮ জানুয়ারি ২০২৩ (শনিবার)
সকাল ৬টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার (টি-৩২ ও টি-৩৩) আওতাধীন ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ পাওয়ার ট্রান্সপাওয়ার (টি-৩২ ও টি-৩৩) আওতাধীন সকল ফিডার। ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের টি-৩২ ও টি-৩৩ পাওয়ার ট্রান্সফরমার ও ১১ কেভি ফিডার নং বি/01.02.05.06.07.08.09.10.11 ও 12
B/01 =))রসুলবাগ, কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ঘাসিয়া পাড়া, তাহের কলোনি, চকবাজার, চানমিয়া মুন্সি লেন, ডিসি রোড, জামাল বিল্ডিং, শহিদ কমিশনার বাড়ি, কালাম কলোনি, আব্দুল লতিফ বই লেন।
B/02 =)) দেরাজ মিঞা লেইন, আকবরশাহ লেন, আবদুল হাকিম লেইন, মকবুল সওদাগর লেইন, কাপাসগোলা, উর্দুগলি, তেলপট্টি রোড, সিরাজদৌলা, নেয়ামত আলী ছুপিলেইন, এয়ার মোহাম্মদ লেন, ভোলাশাহ মাজার, পুরাতন ৪র্থ তলা, নুরবক্স লেন, উজির আলীশাহ লেন, রাহাত্তরপুল, ছালেহ আহাম্মদ মুন্সীর বাড়ি।
B/05 =)) দেওয়ান বাজার, জাজেস কোয়ার্টার, রুমঘাটা, সিএন্ডবি কলোনি, কেডিএস গলি, নিরাপদ হাউজিং-০১, ভরাপুকুর পাড়, আফগান মসজিদ, ছালা কলোনি, খাজা হোটেল, আহমেদুর রহমান সড়ক, বৌ-বাজার, ডাল বাড়ি মেহমান কলোনি, বাদামতলী মোড়, ১৯৪৭ সাবান ফ্যাক্টরি, নুরুল হক কমিশনার বাড়ি, বেলাখান বাড়ি মোড়।
B/06 =)) বাকলিয়া এক্সেস রোড, শান্তি নগর বগারবিল, মোল্লা চায়ের দোকান, নিরাপদ হাউজিং-০২, মদিনা মসজিদ, আলি নেওয়াজ মোড়, মৌসুমি আবাসিক এলাকা, শিশু কবরস্থান, মনুমিয়া বলির বাড়ি, মিয়ার বাপের মসজিদ ও সংলগ্ন আবাসিক এলাকা।
B/07 =)) বাকলিয়া এক্সেস রোডে রাস্তার উত্তর পার্শ্ব (মেইন রোড হতে শান্তি নগর পর্যন্ত)
|B/08 =)) বিসমিল্লাহ কলোনি, তক্তারপুল, আলী ষ্টোর বিল্ডিং, বালুর মাঠ, ময়দারমিল মোড়, মিয়াখান বাড়ি, বেলা খান মসজিদ, বেলা খান বাড়ি রোড, কাউয়া স্কুল, ম্যাচ ফ্যাক্টরি, আবু জাফর রোড, নয়া মসজিদ, ইসমাইল ফয়েজ রোড, পশ্চিম পাড়া নুর আলী সাবান ফ্যাক্টরি, আমিন হাজী রোড, মধ্যম চাক্তাই পহেলার পুল।
B/09 =)) ওয়াসার ফিডার (এক্সপ্রেস)
B/10 =)) কুইন্সক্লাব ফুলকলি, শাহ আমানত হাউজিং, রাহাত্তারপুল, মোহনা ক্লাব, রিদম স্কয়ার, বহদ্দার বাড়ি, মেয়র বাড়ি, বাড়ইপাড়া, কাশবন বহদ্দারহাট।
B/11 =)) সৈয়দশাহ রোড (দক্ষিণ), ছগির সাহেবের বাড়ি, মদিনা আবাসিক, কেবি কনভেনশন পেস্কার বাড়ি, হাসনা হেনা স্কুল, আব্দুল বাড়ি প্রাইমারি স্কুল, কবরস্থান, দোতলা মসজিদ, আব্দুস সোবহান রোড, ফকির বাড়ি, ইছাকের পোল, নার্সারী গলি, ওসিমিয়া রোড, বাদিয়ারটেক এলাকা।
B/12 =)) সৈয়দশাহ রোড (উত্তর), রসুলবাগ ব্যাংক কলোনী, এহসান সিটি, বড়ুয়া কলোনি, সিটি কর্পোরেশন আরবান হাসপাতাল, সৈয়দশাহ ব্যাংক কলোনী, সৈয়দশাহ বিল্ডিং, আতুজ্জারমোড়, ওমর আলী মাতবর রোড, বাদশা চেয়ারম্যান ঘাটা, মফিজুর রহমান আবাসিক, বহদ্দারবাড়ি, বন্ধুক ওয়ালার বাড়ি পর্যন্ত।

সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি কল্পলোক উপকেন্দ্রের ৩৩ কেভি এফআইডিসি-কল্পলোক লাইন। ১১ কেভি কে ২৩ নং ফিডার এর আওতায় বাকলিয়া থানা কল্পলোক আবাসিক এলাকার রোড নং-০২, ওয়াসা পাম্প হাউস ও আশপাশ এলাকা। ১১ কেভি কে ২৪ নং ফিডার এর আওতায় কল্পলোক আবাসিক এলাকার রোড নং-০১ ও আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাড়বকুন্ড এর আওতাধীন ১১ কেভির এফ/০৪ নং ফিডারের অধীন সংশ্লিষ্ট সকল এলাকা।

সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাড়বকুন্ড এর আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার TI দ্বারা 16/20 MVA [বি.দ্র. অপর ট্রান্সফরমার T2 দ্বারা সকল ১১ কেভি ফিডার চালু থাকবে]।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন পটিয়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ২x১০ এয়ভিএ, 1×10/13.3এমভিএ পাওয়ার ট্রান্সফরমার এবং ১১ কেভি টাইন পূর্ব ফিডার, ১১ কেভি টাউন পশ্চিম ফিডার, ১১ কেভি শাহ আমির ফিডার, ১১ কেভি উপজেলা ফিডার, ১১ কেভি জমিরিয়া মাদ্রাসা ফিডার ও ১১ কেভি থানা ফিডারের আওতাধীন পটিয়া, পৌরসভা, পাইক পাড়া, বৈলতলী, ভাটিখাইন, বাহুলী, আনোয়ারা রোড, সরজার পাড়া, হাবিবুর পাড়া, পোষ্ট অফিস, হাজির পাড়া, তালতলাচৌকি, ইন্দ্রপোল, কাগজি পাড়া, আলাই, ওখাড়া, নাইখাইন, এস.আলম বাড়ি, সেয়ান পাড়া, ব্রাহ্মন পাড়া, ছন্দা সিনেমা, সুচক্রদন্ডী, বাইপাস রোড, তালতলাচৌকি, কাজীপাড়া, দক্ষিণভূর্ষি, গোবিন্দরখীল, গুয়াদন্ডী, হাইদগাঁও, কাজীপাড়া, কেলিশহর, আমির ভাণ্ডার ও আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ-খাগড়াছড়ি এর আওতাধীন খাগড়াছড়ি-পানছড়ি ৩৩ কেভি লাইন এর অধীন পানছড়ি বিদ্যুৎ সবরাহের আওতায় পানছড়ি, তবলছড়ি, তাইন্দং, ডাকবাংলা, লোপাং, দুধুকছড়া, ভাইবোনছড়া সমগ্র এলাকা।

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভির মুরাদপুর-০১, মুরাদপুর-০৪, মুরাদপুর- ০৮, মুরাদপুর ১০ নং ফিডার এর আওতায় বহদ্দারহাট মোড়, খাজা রোড়ের মাথা, বাদুরতলা, বড় গ্যারেজ, আল-মাদানী রোড, বহদ্দারবাড়িসহ আশপাশ এলাকা। মোহাম্মদপুর, খতিবের হাট, কালার পোল, সিদ্দিক মার্কেট, নাজির পাড়া, শ্যামল আ/এ, সিটি ভিউ, সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন, লিডার সোসাইটি, হক মার্কেট এবং এর আশপাশ এলাকা। চট্টগ্রাম ওয়াসার এক্সপ্রেস ফিডার (মুরাদপুর-৮) এর আওতাধীন পাম্পসমূহ। হাজি পাড়া, ঢালিপাড়া, হাজির পুল, অলির বিল, শমসের পাড়া, এর আশপাশ এলাকা। ১১ কেভির মুরাদপুর-০৯ নং ফিডার এর আওতায় মুদরাপুদর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইক্যুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১ নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন এবং তৎসলগ্ন এলাকাসমূহে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-সন্দ্বীপ এর আওতাধীন সন্দ্বীপ ৩৩ কেভি সোর্স লাইন এবং এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রে ও তালতলী ৩৩/১১ কেভি উপকেন্দের সকল ১১ কেভি ফিডার এর অধীনে এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রে ও তালতলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডারের আওতাধীন সমগ্র সন্দ্বীপ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ-বিভাগ-মাদারবাড়ি এর আওতাধীন মাদারবাড়ী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি খুলশী-মাদারবাড়ি লাইন ৩৩ কেভি আগ্রাবাদ-মাদারবাড়ি লাইন কে-০১, কে-০২, কে-০৪, কে-০৭, এইচ-০৫ এইচ-০৯ নং ফিডার এর আওতায় রিয়াজউদ্দিন বাজার, পূরবী গলি, জলসা মার্কেট, মেশিনারী মার্কেট, সি.ডি.এ হকার মার্কেট, সফিনা হোটেল, রয়েল টাওয়ার, গোলাম রসুল মার্কেট, কাদের প্লাজা, মুরগী হাটা, নূপুর মার্কেট, রফিক উদ্দিন ছিদ্দিক রোড, ইলেকট্রিক গলি, এস.এস. খালেদ রোড, রহমতুর নেছা রোড, তামাকুন্ডি লেইন, জেবুনেসা রোড, জুবলী রোড (আংশিক), চৈতন্য গলি (সম্পূর্ণ), বি.আর.সি রোড, বাটালী রোড (সম্পূর্ণ) ষ্ট্রাক রোড, মাঝিরঘাট রোড (আংশিক), নছু মালুম লেন, মহব্বত গলি । উত্তর নালাপাড়া (আংশিক), দক্ষিণ নালাপাড়া (আংশিক), মাদারবাড়ি রেল গেট, কামাল গেট, মালুম মসজিদ, দারোগা হাট রোড, ধনী সওদাগর লেন, নুরুল হক মাষ্টার লেইন, আক্তার সাহা) লেন, মাঝিরঘাট রোড, কমান্ডার গলি, স্ট্র্যান্ড রোড (আংশিক), পূর্ব মাদারবাড়ি আইচ ফ্যাক্টরি রোড, মরিচাপাড়া, নেওয়াজ হোটেল, রেল গেট, পূর্ব মাদারবাড়ি জামে মসজিদ এরিয়া, আক্তার শাহ লেন, সেবক কলোনি, জুট গলি, ওমরচাঁদ রোড। কদমতলী শুভপুর বাসষ্ট্যান্ড, ডি.টি. রোড, সুপারীওয়ালা পাড়া, ধনী- ওয়ালা পাড়া, দেওয়ানহাট ব্রীজের পূর্ব পাড়, পাঠানটুলী রোড, গায়েবী মসজিদের পূর্বপাশ, কলাবাগান, বহুয়াপাড়া, বগুয়াপাড়া, দক্ষিণ পুকুর পাড়, পাঠানটুলী পূরবী হোটেলের সামনে, নাজির পোল, দপ্তরী পাড়া মেহের আলী চায়ের দোকান, ২নং গলি, লেংটা ফকির মাজার সংলগ্ন এলাকা, রশিদ মাষ্টার লেন, ডিটি রোড, রাহাত সেন্টারের বিপরীত পাশ, কদমতলী পোড়া মসজিদ স্টেশন রোড, কাপড় গলি (আংশিক), ফল গলি (আংশিক), পাখি গলি (আংশিক), নুপুর মার্কেট, প্যারামাউন্ট সিটি এরিয়া, রেল স্টেশন এরিয়া।

সকাল ৮টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন ফিডার-০৪ নয়াবাজার ডেন্টাল হাসপাতাল, মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, সোনাশাহ মাজার, কেতুয়া মসজিদ, খাজা হোটেল মোড়, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া, বসুন্ধরা আ/এ, বউবাজার রোড, হাজার দিঘীর পাড়। ফিডার নং-০৬ পানওয়ালা পাড়া, রহমান বাগ, পদ্মা আ/এ আলী মসজিদ, মোল্লাপাড়া, মুহুরীপাড়া, নিরিবিলি আ/এ, মিয়াবাড়ি, মনসুরাবাদ, উত্তর আ/এ, দাইয়াপাড়া।

সকাল ৮টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন ফিডার-০৫ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পিসি রোড পশ্চিম, হালিশহর এইচ ব্লক, নিউ এ ব্লক, আই ব্লক, জে ব্লক, আর্টিলারী রোড়, সবুজবাগ (আংশিক), আনন্দধারা আ/এ, সুরভী আ/এ, নিউ আই ব্লক। ফিডার নং-০২ মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, ব্যারিষ্টার আ/এ, নাথপাড়া, আব্বাস পাড়া, আচার্য্যপাড়া,পশ্চিম সুন্দরীপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, সিএসডি গোডাউন, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শারীরীক শিক্ষা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মৃত্তিকা, বড়পোল, জি ব্লক, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ড।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট