২৬ জানুয়ারি, ২০২৩ | ৯:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর সদরঘাট এলাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ছাত্রীর দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এএম জিয়া হাবীব আহসান বলেন, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান। আদালত শুনানি শেষে আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ জানুয়ারি সদরঘাট থানায় ভুক্তভোগী এই মামলা করেন।
পূর্বকোণ/রাজীব