চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাস্টারদা’র ফাঁসি দিবসে চট্টগ্রামে বাসদের শ্রদ্ধাঞ্জলি

বিজ্ঞপ্তি

১২ জানুয়ারি, ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্যসেনের ৯০তম ফাঁসি দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে চট্টগ্রাম জেলা বাসদ (মার্কসবাদী)। এ সময় তারা সূর্যসেন স্মৃতি জাদুঘর স্থাপনসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার আহবান জানান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ৯টায় নগরীর জেএমসেন হলে সূর্যসেনের আবক্ষ মূর্তিতে সংগঠনটি পুষ্পস্তবক অর্পণ করে।

 

পরে বক্তারা বলেন, সূর্যসেন বৃটিশ সাম্রাজ্যবাদী শৃঙ্খলে পরাধীন ভারতের চট্টগ্রামে স্বাধীনতার স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিলেন, যা দাবানল হয়ে পুরো ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিলো। দুঃখজনক হলেও সত্যি, চট্টগ্রামে সেই ঐতিহাসিক অভ্যুত্থান ও সূর্যসেনসহ বিপ্লবীদের স্মৃতিজড়িত স্থান সংরক্ষণ ও গৌরবজনক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কোন রাষ্ট্রীয় আয়োজন নেই। অবিলম্বে চট্টগ্রামে সূর্যসেন স্মৃতি জাদুঘর স্থাপন ও প্রীতিলতা, তারকেশ্বর দস্তিদারসহ বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা রিপা মজুমদার, পুষ্পিতা নাথ, আবদুল্লাহ জাওয়াদ প্রমুখ।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট