চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারি, ২০২৩ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে বই উৎসব ২০২৩।

রবিবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে বই তুলে দেয়া হয় ১২০ জন শিক্ষার্থীর হাতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হারুন গফুর ভূইয়া, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, ফয়’স লেক আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল কবির মুকুল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খোকন শীল, মো. মোস্তফা। শ্রেণি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা আক্তার, ফারহানা হোসেন, কানিজ ফাতেমা তানিয়া, উমাস্ত্রী চক্রবর্তী, সুমি সরকার, নুর নাহার বেগম প্রমুখ।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট