চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২ | ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. জাহিদুল ইসলাম আয়ান নামে দুই বছর ৭ মাস বয়সী এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় জিইসি মোড়স্থ বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আয়ান সেন্ট্রাল প্লাজার প্রফেশনাল কালার ল্যাবের কর্মচারী ও জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির প্রথম পুত্র।

 

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো বিল্ডিংয়ের ৫ম তলার উপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে একটু একটু হাঁটতে গিয়ে শিশু আয়ান অসাবধানতাবশতঃ উল্টে নিচে পড়ে গিয়ে মাথা ও কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে ওই ভবনের নিচে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

এদিকে আজ শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরীর দামপাড়াস্থ হযরত গরীব উল্লাহ শাহ (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

নামাজে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট