২৯ ডিসেম্বর, ২০২২ | ১১:৪২ পূর্বাহ্ণ
১৯৮৪ সাল থেকে আয়কর দিচ্ছি। এবার দীর্ঘসময় কর প্রদানকারী ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পাওয়ায় খুব ভালো লাগছে। নিজেকে গর্বিত মনে করছি। দেশের জন্য কিছু করতে পারলে সবসময় ভালো লাগে। এভাবে সম্মাননা পেলে অন্যরাও কর প্রদানে উৎসাহী হবেন বলে আমি মনে করি।
জীবন সায়হ্নে এসে দেশের কাছে, সরকারের কাছে আর কিছু চাওয়ার নেই। হয়রানি ছাড়াই আয়কর সেবা মিলছে। আগের চেয়ে এখন আরো বেশি সহযোগিতা পাচ্ছি। আশা করি- করদাতাদের কাছ থেকে পাওয়া প্রতিটি পয়সা দেশের উন্নয়নে ব্যয় হবে। উন্নত বাংলাদেশ দেখে মৃত্যুবরণ করতে চাই।
পূর্বকোণ/আর