২৬ নভেম্বর, ২০২২ | ১২:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে সাড়ে ৫০০ পিস গার্মেন্টস পণ্যসহ মো. সোহাগ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে চাক্তাইয়ের চামড়া গুদাম মসজিদ কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তার সোহাগ এনএম গার্মেন্টেসে চাকরি করতো। গত বৃহস্পতিবার সে তার সকল লেনদেন সম্পন্ন করে চাকরি ছেড়ে চলে যায়। গতকাল শুক্রবার সে ফের গার্মেন্টেসে এসে কৌশলে দরজা খুলে ৬০০ পিস কাপড় চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষ অভিযোগ জানালে গতকাল রাতেই চাক্তাইয়ের চামড়া গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ