চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

সাজেকে ফের চাঁদের গাড়ি খাদে, পাঁচজন গুরুতরসহ আহত ১২

রাঙামাটি সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের রুইলুই পাহাড় থেকে নামার সময় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে ১২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। ২৪ ঘণ্টা না পেরোতেই ফের সাজেকে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। আহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০মিনিটে কংলাগপাড়া থেকে মাচালং বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনের অবস্থা গুরুতর। তাদের দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর আগে গতকাল বুধবার সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় ইদানিং দুর্ঘটনা বেড়েছে। পুলিশের পক্ষ থেকে শীঘ্রই চালক ও মালিক সমিতির সঙ্গে কথা বলে একটা নিয়মের মধ্যে আনা হবে। যাতে কেউ ডাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে না পারে সেই ব্যবস্থাও করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট