চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২২ | ৯:৫৯ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে আট কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন পূজা ও ঈদে মিলাদুন্নবীর ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল থেকে সড়কের বিভিন্ন অংশের সংস্কার কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ১০ মিনিটের পথ যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে। শুক্রবার-শনি ও রোববার সকাল থেকে সড়কের নয়দুয়ারিয়া থেকে মিঠাছড়া পর্যন্ত আট কিলোমিটারে যানজট দেখা গেছে।

 

সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের অ্যান্ড ব্রাদার্সের প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ জানান, মিরসরাইয়ের সুফিয়া রোড থেকে মিঠাছরা বাজার অংশে পলিমার মডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজ চলছে। এ কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট