চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে মাছ বাজারে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে, ১০ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২২ | ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হওয়ার পর ১০ দিন মো. আবু সৈয়দ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। তবে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে থাকতেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ১০ দিন আগে আবু সৈয়দ চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় ইলিশ মাছ কিনতে যান। মাছ না পেয়ে তিনি জলিলগেট এলাকায় ফিরছিলেন। অলংকার মোড় থেকে তিনি একটি মিনিবাসে ওঠেন। এ সময় আরও দুজন ব্যক্তি তার সঙ্গে কথা বলতে বলতে আসেন। একপর্যায়ে কৌশলে তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে চলে যান।

 

পরে তাকে উদ্ধার করে বাসচালক-হেল্পাররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার দুদিন পর তার জ্ঞান ফিরে। এরপর পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানান। তবে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি পাঁচলাইশ থানার মাধ্যমে জেনেছি। কি ঘটেছিল এখনও বিস্তারিত জানা যায়নি। পুরো বিষয়টি জেনে এ ঘটনায় মামলা করা হবে।’

 

পূর্বকোণ/এএস/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট