চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পার্কভিউ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা বিষয়ে সিএমই প্রোগ্রাম

বিজ্ঞপ্তি

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ক্যান্সার প্রতিরোধে ধারাবাহিক চিকিৎসা-শিক্ষা (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডা. মো. মতিউর রহমান খান।

পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. খন্দকার একে আজাদ, প্রফেসর ডা. মাজহারুল হক নাসিম, প্রফেসর ডা. এসএম আশরাফ আলী, প্রফেসর ডা. মো. সাইফুল হক, ডা. ইশতিয়াক আলী রুবেল ও ডা. দোস্ত মোহাম্মদ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ। প্রতিবছর এ রোগে নতুন করে দু’লাখ মানুষ আক্রান্ত হন। একই সময়ে প্রায় দেড় লাখ ক্যান্সারাক্রান্ত রোগীর মৃত্যু হয়। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সার্জারি, সাপোর্টিভ বা পালিয়েটিভ কেয়ার- এ সবই হতে পারে Cancer of Unknown Primary- CUP’র সম্ভাব্য চিকিৎসা। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভাস পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর উপর জোর দিতে হবে।’

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট