চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২২ | ৯:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে পৃথক হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন কৃষক মমিনুল হক হত্যার অন্যতম আসামি। অন্যজন যুবলীগ নেতা মো. শওকত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদের থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম হাতিলোটা গ্রামের আব্দুল হকের ছেলে মো. আজিজুল হক (২২) এবং উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা দেলিপাড়ার এয়ার মোহাম্মদ ড্রাইভার বাড়ির মো. ইউসুফের ছেলে মো. তারেক (২৭)।

র‌্যাব জানায়, আজিজুল হক গত ১ জুলাই সীতাকুণ্ডের মুরাদপুর বাংলাবাজার এলাকায় সংগঠিত কৃষক মমিনুল হককে হত্যার অন্যতম আসামি। তারেক গত বছরের ১৯ মার্চ উপজেলার কুমিরায় হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা মো. শওকত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। পূর্বকোণকে তিনি বলেন, বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে আজিজুল হক ও তারেককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট