চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এডিস মশার লার্ভা ধ্বংসের সলিউশন তৈরিকালে ডা. শাহাদাত

শুধু ব্লিচিং পাউডার ছিটালেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়া দেখালেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ১০ লিটার পানির সাথে ১৪২ গ্রাম ৩৫% ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইট মিক্স করে ০.৫% ক্লোরিন সলিউশন তৈরি করে বাসায় ডেঙ্গু মশার উৎপত্তি স্থলে ফুলের টবে, প্লাস্টিক বাকেট কিংবা অন্যান্য পাত্রে যেখানে পানি জমা থাকে কিংবা এসির পানি, ফ্রিজের পানি যেখানে এডিস মশার লার্ভা থাকতে পারে সেসব জায়গায় স্প্রে করতে হবে। মনে রাখতে হবে এডিস মশার ডিম্বানুর আয়ুষ্কাল ১ বছর। এই ১ বছরের মধ্যেই পানির সংস্পর্শে আসলেই সেটা লার্ভাতে পরিণত হয়ে অল্প কিছু দিনের মধ্যেই তা পরিপূর্ণ এডিস মশাতে রূপান্তরিত হয়। তিনি বলেন, এক সময় সিটি কর্পোরেশন রুটিন মাফিক

ব্লিচিং পাউডার ছিটাতো। কিন্তু গত ৪/ ৫ বছর যাবত আমরা লক্ষ্য করছি ঢাকা, চট্টগ্রামসহ কোন সিটি কর্পোরেশনেই ব্লিচিং পাউডার ছিটানো হয় না, যার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি অল্প খরচে সহজলভ্য পদ্ধতিতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়া জানি তাহলে ডেঙ্গু ভাইরাসসহ অন্যান্য ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
ঘরের বাইরে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়া প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, সরাসরি ৩৫% ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইট) যেখানে এডিস মশার জন্মস্থল যেমন পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসায়, বাড়ির আঙ্গিনার আশপাশ, নালা-নর্দমা, নির্মাণাধীন ভবনের পানির চৌবাচ্চা কিংবা সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণের বিটুমিন ড্রামসহ যেখানে পানি জমাতে পারে, বৃষ্টির পানি কিংবা অন্য স্বচ্ছ পানি সেখানে সরাসরি ছিটানো হলে ব্লিচিং পাউডার পানির সংস্পর্শে এসে বিভিন্ন শক্তি মাত্রায় ক্লোরিন সলিউশন তৈরি হয়ে এডিস মশার লার্ভাসহ ডেঙ্গু ভাইরাস পাশাপাশি অন্যান্য ভাইরাসকেও ধ্বংস করে। মনে রাখতে হবে একমাত্র ব্লিচিং পাউডার ভাইরাস ধ্বংসকারী হিসেবে শক্তিশালী কেমিক্যাল হিসেবে কাজ করে। তিনি গতকাল শুক্রবার দলের নাসিমন ভবনস্থ কার্যালয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার প্রক্রিয়ার সলিউশন তৈরি করার সময় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, শাহ আলম, শামসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালীম স্বপন, সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির উর রশিদ, সহ শ্রম সম্পাদক আবু মুসা, বিএনপি নেতা তৌহিদুস সালাম নিশাদ, সাইফুর রহমান চৌধুরী শপথ, জসিম উদ্দিন চৌধুরী, ডা. শাহাব উদ্দিন আসিফ, হাসান ওসমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট