চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

অবশেষে মৃত্যুর কাছে হার মানল ফটিকছড়ির রোদোশি

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ হওয়ার চারদিন পর রোদোশি দে (৬) নামে এক শিশু মারা গেছে। সে ফটিকছড়ির রোসাংগিরী এলাকার রাজু কুমার দে’র মেয়ে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গত ২৬ আগস্ট আগুনে দগ্ধ হওয়ার পর মা রুম্পা দে ও রোদোশিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় দগ্ধ চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা (৫১) গত বৃহস্পতিবার ভোরে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর। তিনি বলেন, রোদোশির বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে চন্দ্রঘোনায় পরিবার নিয়ে থাকত। গত ২৬ আগস্ট রাত ৩টায় তাদের পাশের কলোনিতে আগুন লাগলে তাদের সবাই আগুনে পুড়ে যান। এতে রোদোশির শরীরের ৪৫ শতাংশ ও তার মায়ের ৩০ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রোদোশির মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট