চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

বান্দরবানে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ

বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ির শাহ আলম‌ নামে এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক‌কে ১০ হাজার টাকা করে জ‌রিমানা ক‌রা হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলো— মোজাফফর আহমদ, শাহনাজ বেগম, আরাফউল্লাহ ও তার স্ত্রী আসমা সিদ্দীকা। মোজাফফর ও আসমা সিদ্দীকা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর আ‌রাফউল্লাহ ও শাহনাজকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোমবার (২৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ইকবাল ক‌রিম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

মামলা সূ‌ত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জে‌রে ২০১৬ সা‌লের ৯‌ ডি‌সেম্বর সকালে বসতঘরে এসে শাহ আলমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হমলা চালায় আসামিরা। এরপর তাকে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা ক‌রে। তা‌দের হামলায় শাহ আলমের স্ত্রী আরাফাতু‌ন্নেছা আহত হন। এ ঘটনায় আরাফউল্লাহ ও শাহনাজ নামে দু’জনকে গ্রেপ্তার করা হ‌য়। ঘটনার পর থেকে মোজাফফর ও আসমা সিদ্দীকা পলাতক।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট