চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউপি নির্বাচন

আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

সন্দ্বীপ সংবাদদাতা

৩১ জুলাই, ২০২২ | ১১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু সম্পন্ন হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নয়টি কেন্দ্রের আঠারোটি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে সকালে ভোটারের উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে। ভোটার সংখ্যা কম হওয়ায় দুপুরের পর থেকে ভোটকেন্দ্রগুলো ভোটার শূন্য দেখা যায়।

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩’শ ৪৮ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা ৬৭৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৬৭৩ জন। এরমধ্যে মোট ভোট পড়েছে শতকরা ৬৭ ভাগ।

নির্বাচন উপলক্ষে এলাকায় প্রশাসনের কঠোর নজরদারি ছিল। পুলিশ, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর প্রায় চার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

গত ১৫ জুন দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগের ভিত্তিতে কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে ৩১ জুলাই পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম। তবে সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (ফুটবল প্রতীক) ৫০ ভোট মো. আকবর হোসেন, ২ নম্বর ওয়ার্ডে (মোরগ প্রতীক) ২৫ ভোট মো. মুজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে (তালা প্রতীক) ৪৫ ভোট বেলাল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল প্রতীক) ৩৩ ভোট মো.আবু তাহের, ৫ নম্বর ওয়ার্ডে (ফুটবল প্রতীক) ৩৯ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল প্রতীক) ২৭ ভোট মো. আলাম, ৭ নম্বর ওয়ার্ডে (মোরগ প্রতীক) ৭৪ ভোট মো. জামাল, ৮ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল প্রতীক) ৭০ ভোট মো. আবদুল আজিজ রুবেল এবং ৯ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল প্রতীক) ৬৩ ভোট পেয়ে মো. নিজাম উদ্দিন জয়লাভ করে।

সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের (হেলিকপ্টার প্রতীক) রাহেনা আক্তার ১৩৬ ভোট, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে (মাইক প্রতীক) রোকেয়া বেগম ১৭২ ভোট এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে (মাইক প্রতীক) তাহামিনা ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করে।

নির্বাচন উপলক্ষে মাঠে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। জাল ভোট দিতে আসা দুই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল কাদের জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা বা অসন্তোষজনক কোন ঘটনা ঘটেনি।

 

পূর্বকোণ/বণিক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট