চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন

৬ আগস্ট, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ নয় শুধু দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন হিসেবে আবাহনী একটি প্রথম সারির দল। স্বাধীনতার পরবর্তীকালে দেশের ক্রীড়াঙ্গণের ক্রান্তিকালে শেখ কামাল এই আবাহনী প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠার মাধ্যমে দূরদর্শী সংগঠক শহীদ শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গণে অমর হয়ে আছেন। শহীদ শেখ কামালের ৭০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম আবাহনী ফুটবল কমিটির চেয়ারম্যান, সাইফ পাওয়ার টেক এর ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল সকাল ১০টায় হালিশহরস্থ চট্টগ্রাম আবাহনীর কার্যালয়ে আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্য এক আলোচনা সভা চট্টগ্রাম আবাহনীর আন্তঃ ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিদ। উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আবাহনী সমর্থক গোষ্ঠীর সদস্য মোসলেহ উদ্দীন নোয়াব, মাঈনুদ্দিন হাসান বাহাদুর, সেলিম আসলাম সোহেল, মহানগর সভাপতি নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি নিজানুর রহমান, এম. এজাজ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল মোরশেদ, উত্তর জেলার সহ-সভাপতি আলী ওসমান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ। আলোচনা সভাশেষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে প্রধান অতিথি তরফদার রুহুল আমিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে মিলাদ মাহফিলের পর শহীদ শেখ কামাল এর রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন হালিশহর এসি মসজিদের খতীব।
চট্টগ্রাম উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠী: গতকাল বিকালে চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্য এক আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রাম উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কবি আবু তাহের মুহাম্মদ। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইবনে ফরিদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমর্থক গোষ্ঠীর সদস্য মোসলেহ উদ্দীন নোয়াব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তীকালে আবাহনীর মতো জনপ্রিয় ক্রীড়া সংগঠন গঠন করে শহীদ শেখ কামাল ক্রীড়াঙ্গণে এক বিপ্লব সৃষ্টি করেছিলেন। শহীদ শেখ কামালের জন্ম না হলে আবাহনীর মতো ক্রীড়া সংগঠনের সৃষ্টি হতো না আর আবাহনীর জন্ম না হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে আধুনিকতার ছোঁয়া ও গতিশীলতা আসতো না। আলোচনা সভা শেষে শহীদ শেখ কামাল এর রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করার পর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।-
পটিয়া আবাহনী: আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আবাহনী ক্রীড়া চক্র পটিয়া শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর পালিত হয়। এতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। আবাহনী ক্রীড়াচক্র পটিয়া শাখার সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ হাবিবুর রহমান, আহমদ কবির, ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, যুগ্ম সম্পাদক যথাক্রমে প্রদীপ সর্দার, জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হারুন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নাছির উদ্দীন, আবছার উদ্দীন, সদস্য মোহাম্মদ মামুন, মোহাম্মদ গোলাম কাদের, বাসু লাল দে, মোহাম্মদ ফরিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট