চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফুঁসছে পৌরবাসী নাজিরহাটে মশক নিধনে নেই কোন কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও তা প্রতিরোধে নাজিরহাট পৌর এলাকায় মশক নিধনে পৌরসভার পক্ষ থেকে কোন কার্যক্রম দেখা যায়নি। মশক নিধনের হ্যান্ড স্প্রে কিংবা ওষুধ ছিটানো দূরে থাক এখনো পর্যন্ত সচেতনতামূলক র‌্যালি বা সেমিনারও হয়নি।
এ নিয়ে সচেতন পৌরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এখন পৌরসভাকে গলার কাঁটা বলে মনে করছেন। তাদের মতে, পৌরবাসীরা কোন পৌর সুবিধা পাচ্ছে না। বরং নানানভাবে পৌরবাসীদের কষ্ট দেয়া হচ্ছে। এ বিষয়ে পৌর মেয়র এম সিরাজুদ্দৌলা বলেন, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা এখনো কোন কার্যক্রম হাতে নেইনি। ভবিষ্যতেও নেবেন কিনা তাও জানাননি তিনি।
জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিতে আমরা পৌর মেয়রকে চিঠি দিয়েছি। তাদেরকে নিয়ে আমরা সেমিনারও করেছি। এখনো পর্যন্ত কেন কোন কার্যক্রম হাতে নেয়া হয়নি তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট