চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নাগরিক উদ্যোগের আহ্বান ঈদে দাম বৃদ্ধির প্রবণতা পরিহার করুন

৫ আগস্ট, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আজহায় জনগণের ভোগ্যপণ্য পিয়াজ, রসুন, আদাসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক পদযাত্রা শনিবার খাতুনগঞ্জের হামিদউল্লাহ বাজার থেকে শুরু হয়। নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন পবিত্র হজ পালন উপলক্ষে বর্তমানে সৌদি আরব অবস্থান করায় সংগঠনের অন্যতম উপদেষ্টা রাজনীতিবিদ হাজী মো. ইলিয়াছের নেতৃত্বে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ এ পদযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় হামিদউল্লাহ বাজারের বিভিন্ন ব্যবসা কেন্দ্রে ঘুরে ঘুরে পণ্যের দাম যাচাই করেন ও ব্যবসায়ীদের ভোগ্যপণ্যের মূল্য ক্রেতা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ জানান। উপস্থিত ক্রেতাসাধারণও নাগরিক উদ্যোগের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকা-ের প্রশংসা করেন ও ব্যবসায়ীদের অযথা দাম বৃদ্ধির প্রবণতা পরিহার করার আহ্বান জানান। পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, সংগঠনের সদস্য সচিব হাজী হোসেন কোম্পানি, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, মোহাম্মদ আলী, এজাহারুল হক, নুরুল কবির, মো. শাহজাহান, শেখ মামুনুর রশীদ, সোলেমান সুমন, জাহাঙ্গীর আলম, স্বরূপ দত্ত রাজু, হাসান মো. মুরাদ, শহীদুল আলম লিটন, মোজাম্মেল হক সুমন প্রমুখ। -বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট