চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ প্রদান সম্পন্ন

৫ আগস্ট, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি ১৯ পৌরসভা জোনের সনদ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ৩ আগস্ট হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে বৃত্তি পরিচালক মুহাম্মদ সাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এসময় তিনি বলেন, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ¯্রষ্টা প্রদত্ত মেধা নিয়ে। তবে তা প্রথমে নির্ভর করে তার পরিবারের উপর। একটু বড় হওয়ার সাথে সাথে তা শিক্ষক ও পরিবেশের উপর। একটি জাতির মেরুদ- হলো শিক্ষা। সুশিক্ষিত দেশ বিনির্মাণে সুশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। উদ্বোধক জে এস এম গ্রুপ অব কোম্পানি ইউএই’র চেয়ারম্যান জসিম উদ্দীন তালুকদার বলেন, মেধাবী তৈরি ও যাচাইয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিকল্প নেই। প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সচিব সাজ্জাদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি উত্তর জেলার সমন্বয়ক মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান মোক্তার বেগম, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ড.আনোয়ার হোসাইন, সিএমপি বাকলিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দিন, গ্লোবাল সিটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস এর চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন কাশেম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, জাগৃতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মুন্না, মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, আজিমপাড়া নবারুণ সংঘের সভাপতি আইয়ুব খাঁন লিটন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাকেরুল আলম, আরিফ সিদ্দিকী, ডা. মারুফুল ইসলাম মাহমুদ, মিজানুর রহমান, মোরশেদুল আলম, নজরুল ইসলাম সাকিব, নজরুল ইসলাম, সৈয়দ সাইফুল আলম, সাজ্জাদ হোসেন, সৈয়দ ওয়াহিদুর রহমান,আতাউর রহমান, ওমর ফারুক, হাফেজ সোলাইমান, কুতুব উদ্দিন, সাহেদ উদ্দিন, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন, জাবেদ, হামিদুর রহমান, মিজান, আফরান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট