চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আওয়ামী লীগ-বিএনপিকে হটিয়ে পার্লামেন্টে যেতে হবে : সিপিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২২ | ৮:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, আওয়ামী লীগ-বিএনপিকে হটিয়ে আমাদের পার্লামেন্টে যেতে হবে। শুক্রবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে প্রবীণ কমিউনিস্টদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শাহ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধাপরাধীদের দল জামায়াত- এরা দেশের মাত্র পাঁচ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। লুটেরা, নব্য ধনী, মুক্তবাজার সিন্ডিকেট এদের প্রতিনিধিত্ব করে এই দলগুলো। অথচ তারা পার্লামেন্ট দখল করে বসে আছে। আমরা কমিউনিস্টরা দেশের বাকি ৯৫ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করি। আমরা পার্লামেন্টে নেই। কিন্তু আমরা এবার পার্লামেন্টে যাব। পাঁচ ভাগের প্রতিনিধিদের হটিয়ে এবার আমাদের পার্লামেন্টে যেতে হবে। মানুষের মুক্তির জন্য, দেশকে মুক্ত করার জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে।’

অনুষ্ঠানে শাহআলম আরও বলেন, ‘বিএনপি জাতীয় সরকারের কথা বলছে। ছোট দল যারা নির্বাচনে কম ভোট পায়, যারা সংসদে যেতে পারে না, তাদেরও জাতীয় সরকারে পদ দেয়ার কথা বলছে। আমরা বলতে চাই, কিসের জাতীয় সরকার, কাদের জন্য জাতীয় সরকার, কোন শ্রেণীর জন্য জাতীয় সরকার ? আওয়ামী লীগ-বিএনপির গুঁতাগুঁতি সামলানোর জাতীয় সরকার আমরা চাই না। আমরা এই ফাঁদে পা দেব না। কোনো ধরনের জাতীয় সরকার, উপজাতীয় সরকারে আমরা ঢুকব না।’ তিনি বলেন, ‘আমরা দেশের ৯৫ ভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আমরা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি। আমরা ভোট ও ভাতের জন্য লড়াই করছি। আমরা ব্যবস্থা বদলের সংগ্রাম করছি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চাই।’

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাইলাল দাশ। সম্মাননাপ্রাপ্ত কমিউনিস্টদের পক্ষ থেকে আহসানউল্লাহ চৌধুরী, আব্দুল নবী, এস এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট