চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চমেকে চালু হচ্ছে ডেঙ্গু সেল

ইমাম হোসাইন রাজু

২৮ জুলাই, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা সেল চালু হচ্ছে। আজ রবিবার হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু জ¦রে আক্রান্তদের বিশেষ চিকিৎসা সেবায় এ সেল চালু করার কথা রয়েছে। হাসপাতালে কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গতকাল শনিবার নতুন করে আরও ছয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঁচজন এবং নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর-এ একজন রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পুরো চট্টগ্রামে ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তথ্য অনুযায়ী, সরকারি এ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। এরমধ্যে দশজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকী ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখনো হাসপাতালের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এসব রোগীর মধ্যে একজন রোগী আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম।
তথ্য মতে, এ ১৬ জন রোগীকে নিয়ে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের একটি অংশে আলাদা চিকিৎসা সেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে এ বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথে পরামর্শ সভাও অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ সেলে কতটি শয্যা বসানো হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
জানা যায়, শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে এ চিকিৎসা সেল গঠনের উদ্যেগ নেয়া হয়। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীকে বিশেষ চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের বিশেষ টিম কাজ করবে। তবে ওই টিমের সদস্যদেরও বিশেষ পোশাকের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘হঠ্যাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা চিকিৎসা সেল গঠনের উদ্যেগ নেয়া হয়েছে। এখানে চিকিৎসকদের একটি বিশেষ টিম সার্বক্ষনিক রোগীদের সেবা প্রদানে কাজ করবে। তাঁরা একটি নিয়ম অনুসারে রোগীকে চিকিৎসা প্রদান করবে। কাল (রবিবার) এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে’।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী পূর্বকোণকে বলেন, ‘নতুন করে ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে তারা সবাই নরমাল ডেঙ্গুতে আক্রান্ত। চট্টগ্রামে আক্রান্তদের বেশি অংশই সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এখনো ডেঞ্জার হওয়ার মতো কোন রোগী পাওয়া যায়নি। সুতরাং এ বিষয়ে আতংকিত হওয়ার কিছুই নেই’।
এদিকে, এখন পর্যন্ত চট্টগ্রামে যত ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তাদের বেশি অংশই ঢাকা ফেরত জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. অশোক কুমার দত্ত পূর্বকোণকে বলেন, ‘এখন পর্যন্ত যতজন রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে, সবাই ঢাকায় কোন না কোন কাজে গিয়েছেন। এরপর ফিরে এসে তারা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত সেভাবে ডেঙ্গু আক্রমণ করতে পারেনি। তবুও সবাইকে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট