চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

সর্বশেষ:

টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন

চট্টগ্রামের ‘জামান’-‘আয়োজন’ গুনল ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ

গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশনের দায়ে ২ রেস্তোরাঁর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ করায় মুরাদপুর এলাকার আয়োজন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্সে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।
পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট