চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২ | ৩:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় বায়েজিদ বোস্তামী থানাধীন টিবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মোহাম্মদ ইসমাইল (২৬) ও মো. ফরিদ (৩০)। এদের মধ্যে ফরিদের বিরুদ্ধে বায়েজিদ থানায় আরও ছয়টি মামলা রয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, এ চাঁদাবাজ চক্রে ছয়জন রয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রচুর শিল্প কারখানা রয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তাদের নতুন স্থাপনা করতে গেলে এই চক্রটি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতো। তাদের দাবিকরা চাঁদা আদায় না হলে শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধরসহ বিভিন্ন হুমকি দেয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট