চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

চবিতে ছাত্রলীগের মারামারির ঘটনায় তদন্ত কমিটি

চবি সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বুধবার (১৯ জানুয়ারি) চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহকারী প্রক্টর ড. রামেন্দু পাড়িয়ালকে আহ্বায়ক, আরেক সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলামকে সদস্য সচিব, সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. মোরশেদুল আলম ও শাহ আমানত হলে আবাসিক শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে সদস্য রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট