চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে বীজ আর গাছের চারা

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১ | ৩:৪৯ অপরাহ্ণ

পরিবেশ দূষণ কমিয়ে আনতে চট্টগ্রামে ‘সীড ফর প্লাস্টিক’ নামে এক ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করেছে ‘বই বন্ধু’নামে একটি সামাজিক সংগঠন।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নগরীর জামালখানে এ আয়োজন করেছে তারা। সেখানে বরবটি, পারুল, মিষ্টি কুমড়া, চন্দ্রমল্লিকা, গাঁদাসহ হরেক রকম বীজের পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। বেশ কয়েকটি চারাও আছে। কেউ প্লাস্টিকের বোতল নিয়ে এলে তাদের হাতে চটজলদি তুলে দেওয়া হচ্ছে সেই বীজ আর চারা।

উদ্যোক্তারা জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এ কর্মসূচি শুরুর প্রথম পাঁচদিনে ৭শ’র বেশি পুরানো প্লাস্টিক বোতল সংগ্রহ করেছে সংগঠনটি। প্রাথমিকভাবে এ কার্যক্রম চলবে শুধুমাত্র জামালখান এলাকায়। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতায় এ কার্যক্রম চালানো হবে চকবাজার, লালখানবাজার ও পাঁচলাইশ এলাকায়।

শিক্ষার্থীদের প্লাস্টিকবিরোধী এ কর্মযজ্ঞে ভরসা যুগিয়েছেন চসিক’র পরিবেশ বিষয়ক স্যান্ডিং কমিটির সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বই বন্ধুর ম্যানেজমেন্ট টিমের সদস্য ওসমান পারভেজ সোহাগ জানান, পরিবেশ দূষণ কমিয়ে আনতে চট্টগ্রামে এ কার্যক্রম শুরু করেছি আমরা। আমাদের টিমে ৬০ জন সদস্য আছে। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুধু প্লাস্টিক দিয়ে বীজ-ই নয়,‘বই বন্ধুর’এ স্টলে রাখা হয়েছে প্রায় ৫০টি বইয়ের সংগ্রহ। যে কেউ চাইলেই সেখানে বসে পড়তে পারবেন বইগুলো।

চসিক সূত্র জানায়, চট্টগ্রাম নগরী থেকে প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ মেট্রিক টন গৃহস্থালি, শিল্পসহ নানা বর্জ্য অপসারণ করে চসিক। এরমধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য। এ বর্জ্য নগরীর ছোট-বড় ৩৬টি খাল হয়ে সরাসরি পড়ছে কর্ণফুলী নদীতে।

বর্তমানে জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্লাস্টিক পণ্য। এর মধ্যে আছে প্লাস্টিকের বোতল, খেলনা, যন্ত্র, খাবার, টুথপেস্টের টিউব, চিপসের মোড়ক, খনিজ পানির বোতল, পলিথিন ব্যাগসহ ওয়ান টাইম ব্যবহারের নানা সামগ্রী। প্লাস্টিক অপচনশীল হওয়ায় ব্যবহারের পর ফেলে দেওয়া এর অধিকাংশই যুগের পর যুগ একইভাবে পরিবেশে টিকে থাকে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট