চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সাগরে সতর্ক সংকেত, চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২১ | ১:১৪ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখনো সক্রিয় অবস্থায় রয়েছে। যে কারণে ভরা শীত মৌসুমেও দেশের আবহাওয়া মেঘলা ও কোথাও কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। টানা দুই দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কম দেখা গেলেও সামগ্রিকভাবে আজ (৭ ডিসেম্বর) মঙ্গলবারও সারাদেশে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই প্রতিকূল আবহাওয়ায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, এটি স্বাভাবিক বৃষ্টিপাত। এর পরবর্তীতে আপাতত আর বড় ধরনের কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী দুই দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমে গিয়ে শীত অনুভূত হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট