চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

যুবলীগ কর্মীকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মো.শাহাজাহান নামের এক যুবলীগ কর্মীকে মারধর করার অপরাধেে ইউপি সদস্য গাজী আলী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

জানা যায়, গত ২৮ নভেম্বর হাটহাজারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় যুবলীগের কর্মী শাহাজাহানকে বেধরক মারধর করেন ৮ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য সাবেক গাজী আলী হাসান।  এসময় তার মাথায় যখম হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নির্বাচনে মারধর করার অপরাধে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ১ নম্বর আসামি করে আরো কয়েকজনকে বিবাদী করে মামলা দায়ের করেন শাহাজাহান।
হাটহাজারী মডেল থানার (ওসি) তদন্ত রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর গাজী আলী হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট