চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘চট্টগ্রামে ১ লাখ ৪২ হাজার ভবন ঝুঁকিপূর্ণ’

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১ | ২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১ লাখ ৪২ হাজার ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম।

আজ রবিবার (২৮ নভেম্বর) ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) গবেষণা সেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে আয়োজিত ভূমিকম্প সচেতনতা সৃষ্টি ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রামে ৬০ লাখ মানুষের এ নগরীতে রিখটার স্কেলে আট বা সাড়ে আট মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে এসব ভবন। ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানা, নিুমানের অবকাঠামোয় ভবন নির্মাণ ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঘটতে পারে এ ধ্বংসযজ্ঞ। স্কুল ও হাসপাতাল ভবন এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শহরে যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলোর শক্তি বৃদ্ধিতে সরকার জিরো ইন্টারেস্টে লোন দিতে পারে। তাহলে খুব দ্রুত তারা ভবনগুলো ঝুঁকিমুক্ত করতে পারবে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট