চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম সমিতি ঢাকার পুঁথি পাঠের আসর

১ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে লোকজ সংস্কৃতি পুঁথি পাঠের এক আসর সম্প্রতি ঢাকায় চট্টগ্রাম ভবনে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী সদস্য আহমদ মমতাজ। সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী শানুর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি গিয়াসউদ্দিন খান। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ। অনুষ্ঠানে আসরের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট পুঁথি পাঠক শেখ নজরুল ইসলাম মাহমুদ। তিনি শিরি ফরহাদ, আমীর সওদাগর ভেলুয়া সুন্দরীসহ বেশ কিছু পুঁথির অংশবিশেষ পাঠ করেন এবং বৈশাখী জারি গান, মালকা বানুর বিয়ের হাওলা গান ও আঞ্চলিক গান পরিবেশন করেন। তার সহযোগিতায় ছিলেন তবলায় মো. সৈয়দুল হক, দোতারায় চিত্তরঞ্জন বর্মন, বাঁশিতে টিটু দেবনাথ, অক্টোপ্যাডে প্রণব রায়, কীবোর্ডে রতন মজুমদার, শিল্পী শিউলী মজুমদার ও ফিরোজা আকতার সামান্তা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট