চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে বিইআই’র কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২১ | ১০:২২ অপরাহ্ণ

গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের এক অভিজাত হোটেলে তিনদিন ব্যাপী এই কর্মশালা সম্পন্ন হয় । প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম শহরের ১০ জন নাগরিক সমাজের প্রতিনিধি ও ১০ জন মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন। 

তিনটি সরকারি আইন ও নীতিমালার (তথ্য অধিকার আইন-২০০৯, জাতীয় শুদ্ধাচার কৌশল-২০১২ ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) ওপর বিস্তারিত আলোচনা, মতামত গ্রহণ, ইস্যুভিত্তিক অনুশীলন ও উপস্থাপনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সরাসরি সম্পৃক্তকরণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরবর্তীতে প্রকল্পের জরিপ ও রেডিও প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. হুমায়ন কবির প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ  করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট