চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে বালু উত্তোলন, আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২১ | ৯:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা হয়েছে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও মালামাল।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে রামগড় ইউনিয়নের পিলাকঘাট অন্তুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

তিনি বলেন, পিলাকঘাট অন্তুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় মো.সেলিমকে এ জরিমানা করা হয়। তিনি রামগড় পৌরসভার বল্টুরাম টিলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে। এসময় জব্দ করা হয়েছে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও মালামাল।

তিনি আরও বলেন, অপরাধী যত ক্ষমতাশালী হোক না কেন আমরা তাদের কখনো ছাড় দেবো না। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট