চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

সৌদি আরবের সড়কে প্রাণ হারালেন সাতকানিয়ার যুবক

সাতকানিয়া সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২১ | ১০:১০ অপরাহ্ণ

পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে ও অসুস্থ পিতার চিকিৎসার জন্য সৌদি আরব গিয়েছিলেন উপার্জন করতে। কিন্তু সে আশা পূরণ হয় নি। অবশেষে সড়ক দুর্ঘটনার কাছে হার মেনে পরপারের যাত্রী হলেন সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের রাইয়ান বিন হারুন (২৩) নামের এক দোকান কর্মচারী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সৌদি আরব সময় সকাল সাড়ে ১০টায় মদিনা আলোলা নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার ঘটনাটি ঘটলেও রাইয়ানের মৃত্যুর খবরটি তার পরিবারে আসে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে।

রাইয়ান সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাতিয়ারকুল পাড়ার বদিউর রহমান সওদাগর বাড়ির হারুন অর রশিদের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের জেঠাতভাই মোহাম্মদ জোবায়ের জানান, বিগত ৪ বছর আগে রাইয়ান সৌদি আরব যান। সে সৌদি আরবে একটি ঘড়ি ও মোবাইলের দোকানে চাকরি করত। দোকানের ৮ ঘণ্টা ডিউটি শেষে গাড়ি চালিয়ে বেড়ানোর সময় মদিনার আলোলা নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। সৌদি আরব যাওয়ার পর সে আর দেশে আসেনি। আমার চাচা খুবই অসুস্থ। ৩ ভাই ১ বোনের মধ্যে সে সবার বড়।

সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের জানান, রাইয়ানের পারিবারিক সূত্রে জানতে পেরেছি মদিনা আলোলা নামক স্থানে গাড়ি এক্সিডেন্ট করে রাইয়ান মৃত্যুবরণ করেছেন।

পূর্বকোণ/সুকান্ত/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট