চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের বারসহ অর্ধকোটি টাকা উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২০ জুন, ২০২১ | ১১:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বর্ণের বারসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দু’জনকে আটক করেছে ৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

শনিবার (১৯ জুন) রাতে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. ইসলামের ছেলে মো. আইয়ুব (৩৪) এবং নুরুনেসা (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাঈমুল হক। পূর্বকোণকে তিনি বলেন, বসতঘরের মেঝে খুঁড়ে বাংলাদেশি নগদ ২৬ লাখ ৩ হাজার ১শ’ ২০ টাকা, মায়ানমারের বার্মিজ মুদ্রা ৩১ লাখ ৭৪ হাজার ৮শ’ কিয়াত, ৭০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট