চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গাদের এনআইডি: চসিকের সাবেক কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

 নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২১ | ৪:৫৫ অপরাহ্ণ

অবৈধ উপায়ে রোহিঙ্গা নাগরিককে জাতীয় সনদপত্র (এনআইডি) প্রদান এবং পাসপোর্ট আবেদনে সহায়তা করার দায়ে চসিকের আরেক সাবেক কাউন্সিলরসহ আরও ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। এ নিয়ে এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, চসিকের জন্ম নিবন্ধন সহকারী মো. ফরহাদ হোসাইন, সন্দ্বীপ উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ শাহজামাল, পাঁচলাইশ নির্বাচন অফিসের প্রুফ রিডার উৎপল বড়ুয়া, সাবেক প্রুফ রিডার রন্ত বড়ুয়া ও সাবেক থানা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট