চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় সাবেক বিডিআর সদস্যসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২১ | ১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত এক আসামি ও সাবেক এক বিডিআর সদস্যসহ ‍দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ১ টি ওয়ানশুটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৯ জুন) বিকাল সোয়া ৩টায় উপজেলার কোনাখালী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া থানার বিএমচর ইউপির কৃষ্ণপুরের মৃত আলী আহম্মদের ছেলে ইমরুল হাসান মফিজ (২৮), একই থানার পশ্চিম কোনাখালীর ২ নম্বর ওয়ার্ডের মৃত মো. ইসহাকের ছেলে শেখ সালাহ উদ্দিন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে  ইমরুল হাসান মফিজ ও শেখ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামিরা জানায়, শেখ সালাহউদ্দীন ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহে একাত্মতা প্রকাশ করায় আড়াই বছর সাজা ভোগ করেন। এছাড়া তার বিরুদ্ধে চকরিয়া থানায় ১টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নুরুল আবছার।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট