চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

নগরীতে আজ ফের ২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক 

৬ জুন, ২০২১ | ১:২৪ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় ২০টি ট্রাকে ফের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার থেকে সাধারণ মানুষ আগের মতো, আগের দামেই ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব নিত্যপণ্য কিনতে পারবেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে দেওয়া লকডাউনে সাধারণ আয়ের জনগণের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে ব্যাপকভাবে বিক্রয় কার্যক্রম শুরু করে টিসিবি। এছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে ‘সেবা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করে টিসিবি। সেই কার্যক্রমে গেল ৯ মে পর্যন্ত নিত্যপণ্য বিক্রি করা হয়।

আজ রবিবার থেকে টিসিবির ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকায় চিনি ও মসুর ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকায় সয়াবিন তেল বিক্রি করা হবে বলে টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট