চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে আগুনে পুড়ল ৭০ বসতঘর, ২ কোটি টাকার ক্ষতি

বান্দরবান প্রতিনিধি

১৮ মে, ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে ৭০টি বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ মে) রাত ১টায় উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এই আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১টায় তালুকদার পাড়ার উয়াংসাউ মারমার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। এতে ৭০টি বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মারমা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পাড়ার ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট