চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালিশহরে কর্মহীন মানুষের জন্য দেবুর ‘ফ্রী ঈদ শপিং’

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ১১:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন অসহায় মানুষের জন্য ‘ফ্রী ঈদ শপিং’ নামে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য। মঙ্গলবার (১১ মে) নগরীর হালিশহরের গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমটি উদ্বোধন করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। ‘ফ্রী ঈদ শপিং’ এর উদ্যোগের মাধ্যমে একজন গরীব ও অসহায় মানুষ নিজের ইচ্ছে, পছন্দ ও সাইজ অনুসারে ঈদবস্ত্রের মধ্যে যেকোন একটা আইটেম বিনামূল্যে নিতে পারবেন।

কার্যক্রমটি উদ্বোধনকালে দেবাশীষ পাল দেবু বলেন, ‘আজকে যেভাবে এরকম একটা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে তাতে তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এ কাজের সাথে সংযুক্ত হতে পেরে আমারও খুব ভালো লাগছে। আগামি ঈদেও যেন এমন উদ্যোগ শুধু তারা নয়, সকলে মিলে গ্রহণ করে সেই প্রত্যশাই করি।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, মুহাম্মদ আবুল কালাম আজাদ, এমএ মঞ্জুর, জসীম উদ্দিন প্রমুখ।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট