চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২১ | ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট মেয়র গলি চশমা হিল জামে মসজিদ এবং ডবলমুরিং গাউসিয়া কমিটির করোনা টিমকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ এপ্রিল) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ সৈয়দ মাহমুদুল হকের পক্ষ থেকে তাদের পিপিই, মাক্স, গ্লাবস, টুপি, হ্যান্ড-স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ সৈয়দ মাহমুদুল হক বলেন, করোনায় মৃত্যুবরণকারীদের দাফনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। তাদের মতো সকলে এগিয়ে আসলে কমবে দুর্ভোগের চিত্র।

ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন বলেন, সমাজের সকলের উচিত একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা। বিত্তবানরা এগিয়ে আসলে পাল্টে যাবে সমাজের চিত্র।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও তাই ফাউন্ডেশনের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, ছাত্রনেতা মোজাম্মেল হক জাবেদ, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী, ডবলমুরিং থানা গাউসিয়া কমিটির করোনা সমন্বয়ক হাজী আব্দুল মালেক, ২৪ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা নুরুল আবছার, মো. জহিরুল ইসলাম, ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন, যুবলীগ নেতা আজিজুর রহমানসহ আরও অনেক।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট