চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

মহেশখালী সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২১ | ৯:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও রামদা।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় সোনাদিয়া দ্বীপ থেকে তাদের গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার আসামিরা হল- শাপলাপুরের মিঠাছড়ির মো. হোসেনের ছেলে মো. নুরুল কবির (৩০), আব্দুল খালেকের ছেলে মো. শওকত (২০), সাহাবমিয়ার ছেলে মো. রবিউল হাসান (১৯), কালারমারছড়ার আঁধারঘোনার মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তফা কামাল প্রকাশ মিসু (২২), ওসমান গনির ছেলে রফিকুল হাসান (১৮), ধলঘাটার আসদ আলীর ছেলে জিয়াবুল (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই। পূর্বকোণকে তিনি বলেন, সোনাদিয়া দ্বীপে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও রামদা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট