চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অতিরিক্ত ভাড়া আদায়, চট্টগ্রামে ৬ বাস চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ এপ্রিল, ২০২১ | ৫:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায়ের দায়ে ৬ বাস চালককে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, আজ থেকে মহানগর এলাকায় গণপরিবহন চলাচল করার অনুমতি দেয় সরকার। কিন্তু সরেজমিনে দেখা যায় কিছু বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বাসগুলোতে অতিরিক্ত যাত্রীও পরিবহন করা হচ্ছে। এছাড়া কয়েকজন চালক সরকারি নির্দেশনা উপেক্ষা করে মহানগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় যাত্রী পরিবহন করছে। এসব অপরাধে ৬ বাস চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মাস্ক না পরায় ১০ জন যাত্রীকে অর্থদণ্ড করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট